শনিবার ০৩ মে ২০২৫

সম্পূর্ণ খবর

দেশ | নভেম্বর থেকে চলছিল সৌরভকে হত্যার পরিকল্পনা, প্রথমবার ব্যর্থ হন মুসকান, দ্বিতীয়তে মেলে সাফল্য

AD | ২০ মার্চ ২০২৫ ১৬ : ৪৪Abhijit Das


আজকাল ওয়েবডেস্ক: একের পর এক রোমহর্ষক তথ্য সামনে আসছে উত্তরপ্রদেশের মিরাটের নেভি মার্চেন্ট সৌরভ রাজপুত হত্যাকাণ্ডে। পুলিশ জানিয়েছে, গত বছর নভেম্বর থেকে সৌরভকে হত্যার পরিকল্পনা করছিলেন স্ত্রী মুসকান রাস্তোগি এবং তাঁর প্রেমিক সাহিল শুক্ল। ওই সময়ই ছুরি এবং ঘুমের ওষুধ কিনে রাখা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ ফেব্রুয়ারি স্ত্রী এবং মেয়ের জন্মদিন পালন করতে লন্ডন থেকে ফিরেছিলেন সৌরভ। ফেরার এক সপ্তাহের মধ্যেই নিষ্ঠুর ষড়যন্ত্রের শিকার হন তিনি। সর্বভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, মুসকান এবং সাহিল খুনের পরিকল্পনা করেছিলেন খুব সাবধানে। অস্ত্র ও ঘুমের ওষুধ কেনা থেকে শুরু করে দেহ লোপাটের জায়গাও খুঁজে রেখেছিলেন সন্তর্পণে। মুসকান লম্বা ব্লেডওয়ালা দু'টি ছুরি কেনার সময় দোকানদারকে বলেছিলেন যে মাংস কাটতে এগুলি ব্যবহার করা হবে। স্থানীয় একটি ওষুধের দোকান থেকে নিষিদ্ধ ঘুমের ওষুধ কেনার সময় নানা প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল তাঁকে। ২০১৯ সালে একটি স্কুল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাঁদের আলাপ হয়েছিল। দ্রুত সেই আলাপ প্রেমের সম্পর্কে পরিণত হয়। জল এতদূর গড়িয়েছিল যে সৌরভের সঙ্গে আর থাকতে চাইছিলেন মুসকান। সৌরভকে পথের কাঁটা ভাবতে শুরু করেছিলেন দু'জনেই। সেখান থেকেই হত্যার পরিকল্পনা।

সর্বভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন অনুসারে, সৌরভকে হত্যার পরিকল্পনাটি করেছিলেন তাঁর স্ত্রীই। স্বামীকে খুন করতে রাজি করাতে প্রেমিক সাহিলকে বোঝাতে শুরু করেছিলেন তাঁর মা মৃত্যুর ওপার থেকে স্ন্যাপচ্যাটের মাধ্যমে তাঁর সঙ্গে কথা বলছেন। এমনকি সাহিলের মায়ের পুনর্জন্মের গল্পও ফেঁদেছিলেন। ফেব্রুয়ারিতে সৌরভের ভারতে আসার কথা জানার পরেই হত্যার পরিকল্পনা বাস্তবায়নের প্রস্তুতি শুরু করে দেন যুগল।

২৫শে ফেব্রুয়ারি প্রথমবার খুনের চেষ্টা ব্যর্থ হয়েছিল। সৌরভকে ঘুমের ওষুধ মেশানো খাবার খেতে দিয়েছিলেন মুসকান। কিন্তু অজ্ঞান হওয়ার বদলে ঘুমিয়ে পড়েন সৌরভ। ৪ মার্চ মুসকান ফের তাঁর স্বামীর খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেন, যার ফলে সে অজ্ঞান হয়ে যায়। এরপর সে সাহিলের সাথে সৌরভকে ছুরি দিয়ে হত্যা করেন। অপরাধ গোপন করার জন্য দু'জনে মিলে তাঁর দেহ টুকরো টুকরো করে দেন। খুনের আগেই মুসকান তাঁর ছয় বছরের মেয়েকে তাঁর দিদার বাড়িতে পাঠিয়ে দিয়েছিল।

মিরাটের এসপি আয়ুশ বিক্রম সিং পিটিআইকে বলেন, "প্রাথমিকভাবে তাঁদের পরিকল্পনা ছিল দেহাংশগুলি একটি নির্জন স্থানে ফেলে দেওয়ার। কিন্তু শেষ পর্যন্ত তাঁরা দু'জনেই দেহটিকে একটি ড্রামে ভরে সিমেন্ট এবং বালি ভরে দেওয়া হয়।''

খুনের পর দু'জনেই হিমাচল প্রদেশে গিয়ে তাঁদের অপরাধ গোপন করার চেষ্টা করেন। এরপর ১৭ মার্চ মিরাটে ফিরে আসে। পরের দিনই, সৌরভের পরিবারের অভিযোগের ভিত্তিতে, পুলিশ সন্দেহভাজন এই যুগলকে আটক করে। বাড়ি থেকে সৌরভের ছিন্নভিন্ন দেহ সম্বলিত নীল ড্রামটি উদ্ধারের পর তাঁদের গ্রেপ্তার করা হয়। আদালতে মুসকান এবং সাহিলের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।


CrimeDeathMeerutUttar Pradesh

নানান খবর

নানান খবর

'জেনেশুনে আশ্রয় দান...', পাকিস্তানি মহিলাকে গোপনে বিয়ে করায় বরখাস্ত সিআরপিএফ কনস্টেবল মুনির আহমেদ

পাকিস্তানের বিরুদ্ধে আরও এক কড়া পদক্ষেপ ভারতের, বন্ধ হল স্থল-আকাশপথে সব ডাক ও পার্সেল আদানপ্রদান

সাবধান! মে-র শুরুতে প্রবল দুর্যোগ, তছনছ করবে ঝড়-শিলাবৃষ্টি, মুহুর্মুহু বজ্রপাত, আবহাওয়ার বিরাট অ্যালার্ট

ভারতীয় সীমানায় ঢুকে শ্রীলঙ্কার জলদস্যুদের হামলা- লুটপাট, জখম ১৭ জন তামিল মৎসজীবী

দিল্লি হাই কোর্টে রামদেবের বিরুদ্ধে নির্দেশ, ‘শরবত জিহাদ’ মন্তব্যে আদালতের ক্ষোভ

প্রথমে বিরোধীতা,সম্মানহানি, পরে জনগণের চাপে মান্যতা!‌ বার বার অবস্থান বদলই বিজেপির প্যাটার্ন, বলছে কংগ্রেস

ভারতে প্রতি বছর ১ লক্ষেরও বেশি লোক আক্রান্ত হচ্ছেন কোলন ক্যান্সারে, এই রোগের প্রাথমিক লক্ষণ কী? 

ভারতের একমাত্র এই ট্রেনেই মেলে তিন-বেলা বিনামূল্যে পেটভরা খাবার! জানেন কোন ট্রেন?

লাভ-জিহাদে অভিযুক্তদের নির্বীজকরণ করা হোক, বিতর্ক উস্কে দাবি মধ্যপ্রদেশের বিজেপি সাংসদের

রাজা, সম্রাট, ছত্রপতি, নবাব, বাদশাহ-র মধ্যে পার্থক্য কী? জেনে নিন

ভারত-পাক উত্তাপে জাফরানের রেকর্ড দাম বৃদ্ধি, এক কেজির দাম পাঁচ লক্ষ!

কাঁপছে ইসলামাবাদ, ভারতের হাত থেকে রক্ষায় এবার রাজস্থান সীমান্তে ঘুঁটি সাজাচ্ছে পাক বাহিনী

‘সকলকে বেছে বেছে জবাব দেওয়া হবে’, পহেলগাঁও কাণ্ডে মুখ খুললেন স্বরাষ্ট্রমন্ত্রী শাহ, কড়া হুঙ্কার

যদ্ধের আবহে ভারতীয় শিখ সেনাদের তাতাতে মরিয়া প্রয়াস খালিস্তানি পান্নুর, পাকিস্তানকে সহায়তার ঘোষণা

সোশ্যাল মিডিয়া